মোংলা-রামপালে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী শেখ নবীরুজ্জামান বাবুর গণসংযোগ

প্রকাশঃ ২০১৮-১০-২৩ - ১৪:৪৮

আবু হোসাইন সুমন, মোংলা : মোংলা-রামপাল (বাগেরহাট-০৩) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট শেখ নবীরুজ্জামান বাবু নৌকা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। সোমবার বিকেল থেকে মটর সাইকেল শোভাযাত্রা নিয়ে রামপালের সদর, ফয়লাহাট হতে চাকশ্রীবাজার, গিলাতলা, শ্রীফলতলা, চেয়ারম্যান মোড় এলাকায় ও মঙ্গলবার সকাল থেকে মোংলার দিগরাজ বাজারসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা এবং নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বিভিন্নস্থানের পথসভায় বলেন, আমি মোংলা-রামপালেরই সন্তান। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। ওয়ান ইলেভেন পরবর্তী সময় থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে আমি রাজপথে নেত্রীর গুটিকয়েক সৈনিকদের মাঝেও আমি ছিলাম। নেত্রীর মুক্তি আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনে এবং তৃনমুলের রাজনীতিতে মোংলা-রামপাল আসনে আগামীতে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের থেকে আমি এগিয়ে আছি বলে মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তবে আমি এই এলাকার গরীব দুঃখী অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবো। প্রচারণা পথসভায় তার সাথে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা মটর সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে এ আসনে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন চিত্র নায়ক শাকিল খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও খুলনা জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শেখ মো: আবু হানিফ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সদস্য শেখ ইকবাল লতিফ সোহেল ও ব্যারিস্টার শেখ ওবায়দুর রহমান। এদিকে এ আসন থেকে দুইবার নির্বাচিত বর্তমান সাংসদ হাবিবুন নাহারও প্রতিনিয়ত মোংলা-রাপমালে নৌকা প্রতীকের প্রচারণায় সভা-সমাবেশ করছেন।