মোংলা সমুদ্র বন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত

প্রকাশঃ ২০২০-০৫-১৭ - ১২:১৫

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্পান’র কারণে মোংলা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টি রবিবার সকাল ৬টার পর থেকে মোংলা সমুদ্র বন্দর হতে প্রায় প্রায় ১২৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এটি আরো ঘণিভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে সাগর প্রচন্ড উত্তাল হয়ে উঠায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে গভীর সাগরে চলাচল না করার জন্যও বলা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হলেও রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোংলা বন্দরসহ সুন্দরবন উপকূলীয় এলাকার আবহাওয়া স্বাভাবিক রয়েছে। তবে অনেকটা গুমট আবহাওয়া বিরাজ করছে।
এদিকে রবিবার সকাল থেকে আবহাওয়া অন্যান্য দিনের মত স্বাভাবিক থাকায় বন্দরে সকল ধরণের পণ্য ওঠানামার কাজও স্বাভাবিক রয়েছে।