মোল্লাহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

প্রকাশঃ ২০১৮-১২-০৬ - ১৭:৫৯

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : “নারীর কথা শুনবে বিশ্ব-কমলা রঙে নতুন দৃশ্য” এ প্রতিপাদ্যের আলোকে মোল্লাহাটে ব্যাপক ও বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান পক্ষ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু-কিশোর-কিশোরীদের অংশ গ্রহণে নারী নির্যাতন প্রতিরোধী তথ্য সম্বলিত সামাজিক বিভিন্ন সংগঠনের স্টল, প্রতিবাদী চিত্রাংকন, গণনাটক ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি উদযাপন অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপি এ অনুষ্ঠানের সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ কামরুন্নেছা, অধ্যক্ষ এল, এ, জাকির হোসেন, উপজেলা যুবউন্নয়ন অফিসার এস,এম, মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও উপ-পুলিশ পরিদর্শক আবু হাসান। ব্র্যাকের কর্মকর্তা সানজিদার সঞ্চালনায় এ অনুষ্ঠানে ¯^াগত বক্তব্যদেন জেলা ব্র্যাব প্রতিনিধি মোঃ মারুফ পারভেজ। এছাড়া বক্তব্যদেন ও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাফী, ব্র্যাকের ফরিদপুর আঞ্চলিক ব্যাবস্থাপক সাজ্জাদুর রহমান চৌধূরী, সামাজিক ক্ষতায়ন কর্মসূচি সংগঠক মোঃ ইদ্রিস আলী, পল্লীসমাজ নেত্রী খালেদা চৌধূরী ইতি, শিশু-কিশোর-কিশোরী কার্যালয়ের পরিচালক সজিব সরকার ও ইউথ সদস্য শতাব্দী পোদ্দার প্রমূখ।
উল্লেখ্য, ২৫ নভেম্বর-১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ প্রচরাভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।