মোল্লাহাটে আরও একজন করোনা আক্রান্ত

প্রকাশঃ ২০২০-০৭-১৫ - ১৮:০৯

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : করোনা আক্রান্ত আরও একজন মোল্লাহাটের আড়ুয়াডিহি গ্রামে নিজ বাড়িতে আসায় ওই বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ। ব্যাংকের স্টাফ ফারজানা (২৫) নামের ওই ব্যক্তি অসুস্থ্য হয়ে খুলনা পিসিআর ল্যাবের মাধ্যমে করোনা শনাক্ত হওয়ার পর মঙ্গলবার রাতে ফকিরহাট থেকে নিজ বাড়িতে আসেন। ওই খবর পেয়ে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন ওই বাড়ি লকডাউন করাসহ অসুস্থ্য ব্যক্তির খোজ-খবর নেন এবং সর্বাত্নক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আব্দুল আউয়াল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, উপ-পুলিশ পরিদর্শক মোঃ মোস্তাফা, কোদালিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকাশ ও সাংবাদিক কাফি হাসান বাশার প্রমূখ।
এই নিয়ে মোল্লাহাটে মোট-২২ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী ৩ জন। অবশ্য এরই মাঝে ২জন নারীসহ মোট ১৪ জন সুস্থ হয়েছেন। উল্লেখ্য, মোল্লাহাটে যাদের করোনা শনাক্ত হয়েছে, এর বেশির ভাগ ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ফিরে আসছেন।