মোল্লাহাটে কারেন্ট জাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালিত

প্রকাশঃ ২০২০-০৯-০৪ - ১৮:০১

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ মোল্লাহাটের গাড়ফা বাজারে/হাটে নিষিদ্ধ কারেন্ট জাল বিরোধী/বিক্রি বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের গাড়ফা বাজারে/হাটে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল। এসময় উক্ত বাজারের কয়েক অসাধূ বিক্রেতার কাছ থেকে হাতেনাতে প্রায় দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংশ করা হয়। এছাড়া নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রয়’র দায়ে তাদেরকে আইনের আওতায় আনা হয়।
সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল বলেন-এই জালে ছোট-বড় সকল প্রকারের মাছ সহজে আটকে যায়, ফলে মাছের স্বাভাবিক প্রজাতি প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়।
জালে শিকার হওয়া মাছের শরীরে ক্ষত হয়, যা দ্রুত পচনশীল এবং খাবারের অনুপযোগী হয়ে পড়ে। এটা পলিথিনের মতই পরিবেশে পচনশীল নয়।