মোল্লাহাটে জোড়ালাগা শিশু দেখতে হাজারো মানুষের ঢল

প্রকাশঃ ২০১৯-০৭-২৬ - ১৯:২৮

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে সদ্য ভূমিষ্ট জোড়ালাগা শিশু দেখতে হাজারো মানুষের ঢল/ভিড় হলেও হাসপাতালে চিকিৎসাধীন অসহায়/গরীব ও মূমূর্ষ প্রসূতি মায়ের খোজ রাখছেনা কেউ। উপজেলার কাচনা গ্রামে ইমন শেখ (২৫) ও ফাতেমা (১৯) দম্পতির অস্বাভাবিক শিশুর জন্ম হয়েছে এমন খবরে গিয়ে দেখা যায়-ওই বাড়ীতে বিশাল ভিড়, দলে দলে উৎসুক মানুষ আসছে ও যাচ্ছে। খোজ নিয়ে জানাযায়-গত শনিবার গরীব পরিবারের গৃহবধূ ফাতেমা (১৯) সন্তান প্রসব যন্ত্রনায় অসুস্থ্য হলে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত/আধুনিক ব্যাবস্থায় সন্তান প্রসবের জন্য খুলনা নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। তাকে দ্রুত খুলনা নিয়ে আদ-দিন হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসাপাতালে বৃহস্পতিবার দুপুর ৩টায় অস্ত্রপচার (সিজার)’র মাধ্যমে অস্বাভাবিক জোড়ালাগা সন্তান জন্ম নেয়। যার দুটি মাথা, মূখমন্ডল, চারটি হাত, বুক ও পিঠ (উপরের অংশ) পৃথক থাকলেও নিচের জোড়ালাগা অংশ পেট, তিনটি পা ও একটি মাত্র পুরুষ অঙ্গ রয়েছে। অস্বাভাবিক এ শিশুর মলদ্বারে ছিদ্র নেই। তবু স্স্থু চেহারার জীবন্ত এ শিশু শুক্রবার সকালে খুলনা থেকে বাড়ীতে আনা হয়েছে। এসময় শিশুর পিতা ইমন শেখ এ প্রতিবেদককে জানান-তার স্ত্রীর অবস্থা ভালোনা, ভীষণ খারাপ অবস্থ্যা। গতকাল শনিবার থেকে আজ শুক্রবার এখন (দুপুর ১২টা) পর্যন্ত তার হুশ/জ্ঞান ফিরে নাই। কথোপকথোনে তিনি আরো জানান-নিজে একজন কৃষক এবং মাঝে মধ্যে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। আর্থিক সংকটের কারনে তার স্ত্রীর সুস্থতা/বেচে ওঠা অনিশ্চিত হয়ে পড়েছে। কেউ তার স্ত্রীর খোজ নিচ্ছে না। কেবল শশুর পরিবারের সদস্যরা রক্তের টানে তার মূমূর্ষ স্ত্রীর কাছে আছে।