মোল্লাহাটে ফসল সু-রক্ষায় পার্চিং উৎসব অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৮-০৩-০১ - ১৬:৩৬

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে ফসল সু-রক্ষায় পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার কাহালপুর গ্রামে ফসলের ক্ষেতে/মাঠে কৃষি কর্মকর্তা ও কৃষকদের সমন্বয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত পার্চিং উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম ও ইউপি সদস্য দুলালী প্রমূখ।
উল্লেখ্য. পার্চিং পদ্ধতি হচ্ছে ফসলের ক্ষেতে/মাঠে গাছের ডাল পুতে রাখা, যাতে করে উক্ত ডালে পাখি বসতে পারে এবং ফসলের ক্ষতিকারক পোকা/মাকড় খেতে পারে, আর ক্ষতিকারক পোকা মাকড় পাখিতে খেলে/ধ্বংশ হলে ফসলের সু-রক্ষা হবে। এছাড়া আগামী ৮তারিখে মোল্লাহাটসহ সারা দেশে একযোগে পার্চিং উৎসব পালিত হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান।