মোল্লাহাটে মাদক বিক্রেতাদের হাতে দুই পুলিশ আহত, আটক ১

প্রকাশঃ ২০১৮-০৩-১৩ - ০৩:৩১

মোল্লাহাট, বাগেরহাটঃ বাগেরহাটের মোল্লাহাটে সংঘবদ্ধ মাদক বিক্রেতাদের হাতে মারধরের শিককার হয়েছেন দুই পুলিশ সদস্য। এঘটনায় কামরুল হাসান শুভ (২৭) নামের একজনকে পুলিশ আটক করেছে। সোমবার সকালে মোল্লাহাট উপজেলা সদরের হাসপাতাল মোড়ে মাদক বিক্রেতাদের ধরতে গেলে মাদক বিক্রেতারা জনসম্মূখে প্রকাশ্য দিবালোকে ওই দুই পুলিশ সদস্যকে মারধর করে বীরদর্পে স্থান ত্যাগ করে। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে পুলিশ এটাকে মারধর নয়, মাদক বিক্রেতাদের ধরতে গেলে তাদের ধাক্কায় পুলিশ সদস্যরা সামান্য আহত হয়েছেন বলে দাবি করেছেন। পুলিশ ওই মাদক বিক্রেতাদের পরিচয় সনাক্ত করে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
আহতরা হলেন, মোল্লাহাট থানায় কর্মরত সহকারি উপপরিদর্শক (এএসআই) রাসেল রানা এবং কনস্টেবল পুলক বিশ^াস।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে দশটার দিকে মোল্লাহাট থানার দুই পুলিশ সদস্য হাসপাতাল মোড়ে আসেন। এসময় তারা পাঁচ/ছয় যুবকের কাছে গিয়ে তাদের সাথে কথা বলতে থাকেন। এরই মাঝে এক যুবক বড় এক প্যাকেট ইয়াবা মাটিতে ফেলে দেয়। এএসআই রাসেল রানা উক্ত ইয়াবা তুলতে গেলে তাকে প্রথমে সুজাই সেখ মারধর শুরু করে এবং পরে মাদক বিক্রতা চক্রের সকলে একযোগে ওই দুই পুলিশ সদস্যকে এলোপাথাড়ি চড় থাপ্পড়, কিল ঘুষি দিয়ে ফেলে দ্রুত সটকে যায়।
মাদক বিক্রেতা সুজাই সেখ ও কামরুল হাসান শুভ সেখ নামের দুইজনের পরিচয় জানাগেছে। তারা দুই জন গাড়ফা গ্রামের হোসেন আলী (হোসেন পুলিশ)’র ছেলে এবং একাধিক মামলার আসমী।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম খায়রুল আনাম বলেন, পাঁচ/ছয় যুবক হাসপাতালের মোড়ে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে এই গোপণ সংবাদের ভিত্তিতে থানার সহকারি উপ পরিদর্শক রাসেল রানা একজন কনস্টেবল পুলক বিশ^াসকে সাথে নিয়ে তাদের ধরতে যায়। এসময় ওই অজ্ঞাত যুবকরা পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। ওদের ধাক্কায় দু’জন সামান্য ব্যাথা পেয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে দুপুরে কামরুল হাসান শুভ (২৭) নামের একজনকে আটক করেছে। আটক কামরুল হাসান শুভ উপজেলার গড়ফা গ্রামের হোসেন শেখ ( হোসেন পুলিশ)’র ছেলে। অন্যদের ধরতে পুলিশ অভিযান চলছে। পুলিশের কর্তব্যকাজে বাঁধাদানের অভিযোগে ওদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।