মোল্লাহাটে শ্রমিক সংকটে কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

প্রকাশঃ ২০২০-০৫-১৭ - ১২:১২

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে করোনা দুর্যোগের কারনে শ্রমিক সংকট থাকায় কৃষকের ধান কেটে দিচ্ছে উপজেলা ছাত্রলীগ। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের নির্দেশে এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজওয়ান চেীধুরীর অনুপ্রেরণায় গত কয়েক দিন যাবৎ স্বেচ্ছা শ্রমে অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলী।
এরই ধারাবাহিকতায় শনিবার সকালে উপজেলার উদয়পুর ইউনিয়নের গিরিস নগর গ্রামের অসহায় কৃষক ওলিয়ার ফকিরের ৩ বিঘা জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগের ২০ জন নেতা-কর্মী। করোনা দূর্যোগের প্রভাবে এবং শ্রমিক সংকট ও বৈরী আবহাওয়ার কারনে ক্ষেতের ধান ঘরে তোলার বিষয়ে কৃষক যখন চিন্তিত, তখনই মোল্লাহাট উপজেলা ছাত্রলীগের এক ঝাঁক নেতা-কর্মী সেচ্ছায় এ ধান কাটার কাজ শুরু করেন। তারা বিগত ১০ দিন যাবত এধান কাটা কার্যক্রম পরিচালনা করে ১০ জন কৃষকের ১৫ বিঘা জমির ধান কেটে দিয়েছেন।

ধান কাটার এ কাজে অংশ গ্রহন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজওয়ান চেীধুরী সদর ইউনিয়ন (উদয়পুর) ছাত্রলীগের সভাপতি শফিকুল আলম সুজন, সাধারণ সম্পাদক জুম্মান খাকী, অন্যান্যদের মধ্যে ধান কাটায় অংশ গ্রহন করেন অপু চেীধুরী, রুবেল ফকির, পিয়াস চেীধুরী, মুর্শিদ ফকির, জাবেদ শিকদার, রনি সরদার, লিয়ন চেীধুরী, সালাউদ্দিন মীর সহ আরো অনেকে।