যশোরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৫

প্রকাশঃ ২০১৮-০১-২৬ - ২০:২২

যশোর অফিস: যশোর কোতয়ালি মডেল থানা,জেলা গোয়েন্দা শাখা (ডিবি),উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা গত ১২ ঘন্টা ব্যবধানে পৃথক অভিযান চালিয়ে ৬শ’ ৭২পিস ইয়াবা ও আধা কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় পাঁচ মাদক বহনকারীকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, শহরের বারান্দীপাড়া সরদার পাড়ার মফিজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ওরফে সুমন,ষষ্টিতলা পাড়া মৃত আনোয়ার হোসেন পিয়ারুর ছেলে আসাদুজ্জামান ওরফে রনি,পুরাতন কসবা ঘোষপাড়ার মৃত বীরেন্দ্রনাথ ঘোষের ছেলে বাদল কুমার ঘোষ (চায়ের দোকান্দার),উপশহর নুতন বি ব্লক বাসা নং ১২৫ এর জিয়া উদ্দিনের ছেলে শাহাবাজ হোসেন ও শহরের রেলগেট পশ্চিমপাড়ার শাহরিয়া আবাসিক হোটেলের পিছনে মৃত আতাউর রহমানের ছেলে আব্দুস সালাম রানা।

কোতয়ালি মডেল থানার এসআই হাসানুর রহমান, এএসআই এসএম ইসমাইল হোসেনসহ একদল পুলিশ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় গোপন সূত্রে খবর পেয়ে শহরের শংকরপুর মুরগীর ফার্মগেটের সামনে থেকে আসাদুজ্জামান ওরফে রনিকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করে। অপর দিকে,জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম শুক্রবার সকাল ১০ টার পর শহরের পুরাতন খয়েরতলা কাঁচা বাজারের পাশে একটি বাড়ির নীচ হতে  চায়ের দোকান্দার বাদল কুমার ঘোষকে আধা কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এছাড়া,কোতয়ালি মডেল থানার এসআই দেবাশীষ রায়সহ একদল পুলিশ বুহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় শহরের আরএনরোড গ্রামীণ সেন্টারের সামনে থেকে সাইফুল ইসলাম ওরফে সুমনকে গ্রেফতার করে। সে নিজেকে শার্শা বেনাপোল অঞ্চলের গ্রামের সংবাদ পত্রিকার  পরিচয় দেখিয়ে নিজেকে সাংবাদিক দাবি করলেও কাছ থেকে ৬০পিস  ইয়াবা উদ্ধার,কোতয়ালি মডেল থানা এএসআই মোল্যা শফিকুজ্জামানসহ একদল পুলিশ বৃহস্পতিবার রাত পৌনে ১০ টায় শহরের মাইকপট্টি এলাকা থেকে আব্দুস সালাম রানাকে ৬০পিস এবং উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহিম হাওলাদারসহ একদল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপশহর নিউ টাউন স্কুলের মাঠের মধ্যে থেকে শাহাবাজ হোসেনকে ৫২পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।