যশোরে একজনকে কুপিয়ে হত্যা : আটক ৬

প্রকাশঃ ২০১৮-১২-০৬ - ১৯:৩৫

যশোর : যশোরে বিদেশ পাঠানোর জন্য টাকা নেওয়ার পর বিদেশ না পাঠিয়ে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শার্শা থানার ওসি এম মশিউর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে কাজীরবেড় গ্রামের একটি কলাবাগান থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করেন তারা। নিহত জাহিদুল ইসলাম জাহিদ (২৮) জেলার শার্শা উপজেলার পোড়াবাড়ী নারায়ণপুর গ্রামের আবদুর জব্বার তরফদারের ছেলে। বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট সেজুতি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক ছিলেন তিনি। ওসি মশিউর ¯^জনদের বরাতে বলেন, জাহিদ বিদেশ যাওয়ার জন্য স্থানীয় ঝড়ু দালালের স্ত্রী বিউটি খাতুনকে চার লাখ টাকা দেন। কিন্তু বিদেশ না পাঠিয়ে তালবাহানা করেন। গত বুধবার রাতে টাকা ফেরত দেওয়ার কথা বলে জাহিদকে বাড়িতে ডেকে নেন বিউটি। সকালে পুলিশের জিজ্ঞাসাবাদের বিউটি ¯^ীকার করেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী তিনি যশোর থেকে চারজন ভাড়াটে খুনি এনে বাসায় রাখেন। জাহিদ আসার পরে তাকে বাথরুমে নিয়ে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ বস্তায় করে পাশের একটি কলাবাগানে ফেলে দেন। বিউটির দেওয়া তথ্যানুযায়ী লাশ উদ্ধার করা হয় জানিয়ে ওসি মশিউর বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন কাজীরবেড় গ্রামের ঝড়ু ও তার স্ত্রী বিউটি খাতুন (৪৭), মেয়ে সুমী খাতুন (২৯), মুক্তার আলীর স্ত্রী রহিমা বেগম (৬৫), খালিদের স্ত্রী ফেরদৌসী বেগম (৩৭) ও ছেলে আল-আমিন (১৮)।