যশোরে গণপিটুনীতে গরুচোর নিহত

প্রকাশঃ ২০২০-০১-২৩ - ১৮:০৫

যশোর: যশোরের ঝিকরগাছায় গরু চুরি করে পালানোর সময় দুইজনকে গণপিটুরীর শিকার হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। অপরজনের অবস্থা আশংকাজনক। নিহত ইলিয়াস (৩৫) ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের ফজলুর ছেলে এবং আহত আব্দুল (৩০) একই উপজেলার মল্লিকপুর গ্রামের কালু মোল্যার ছেলে। বুধবার রাত দেড়টা থেকে ২টার মধ্যে গণপিটুনীর শিকার হয় তারা।
স্থানীয়রা জানিয়েছেন, ঝিকরগাছা উপজেলার চন্দ্রপুর গ্রামের ইনসান মোল্যার তিনটি গরু চুরি করে নিয়ে পালাবার সময় স্থানীয়রা টের পায়। এসময় এলাকাবাসী তাদেরকে গণপিটুনী দিয়ে পাশ^বর্তী দোস্তপুর স্কুল মাঠে ফেলে রেখে দেয়।
ঝিকরগাছার পুলিশ তাদেরকে উদ্ধার করে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। সকাল ৮টা ১২ মিনিটে জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের ইন্টার্ণ ডাক্তার মেপ তা উল জান্নাত আহত ইলিয়াসের মৃত্যু ঘোষণা করেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম গণপিটুনীর শিকার দুইজনের মধ্যে একজনের মৃত্যু এবং অপরজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন।