যশোরে গাড়ী চালকদের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশঃ ২০১৮-০২-২৪ - ২০:২৭

যশোর: যশোরে গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার যশোর কালেক্টরেটের সভা কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) খুলনা বিভাগীয় উপ-পরিচালক জিয়াউর রহমান। বিআরটিএর যশোরের সহকারী পরিচালক সৈয়দ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর বাস মালিক সমিতির সভাপতি আলী আকবার। পরিদর্শক হুমায়ূন কবীরসহ অন্যান্যরা। প্রশিক্ষণে যশোরের শতাধিক চালক অংশ গ্রহণ করছে।