যশোরে প্রাথমিক সমাপনীতে ফলাফল প্রকাশ: পাশের হার ৯১ দশমিক ১৫

প্রকাশঃ ২০১৭-১২-৩০ - ২১:৫৪

রবিউল ইসলাম মিটু,যশোর : যশোরে এ বার প্রাথমিক সমাপনী পরীক্ষায় সাড়ে তিন হাজারেও অধিক শিক্ষার্থী ফেল করেছে। গতবারের চেয়ে এ বার কমেছে পাশের হার। এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় যশোরে ৯১ দশমিক ১৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর পাসের হার ছিল ৯৭ দশমিক ২৩ শতাংশ। শনিবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। চলতি বছর এ জেলায় ৪৪ হাজার ৩৭০ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ৪৪ হাজার ৩০৭পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলে ৪০ হাজার ৬৫৫ উত্তীর্ণ হয়েছে । ফেল করেছে ৩ হাজার ৬৪৬জন। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৮ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৩৩৬ জন। এ মধ্যে ছাত্র এক হাজার ৯২৮ জন এবং ছাত্রী দুই হাজার১৬০ জন। মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিল ২১ হাজার ৬৮ জন এবং ছাত্রী ছিল ২৩ হাজার ২৩৩ জন।