যশোরে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

প্রকাশঃ ২০১৭-১১-০৭ - ২২:৫১

রবিউল ইসলাম মিটু, যশোর : যশোর জেলা বিএনপির আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, যারা শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে মেনে নিতে পারেনি, তারাই এখন ৭ নভেম্বরের চেতনাকে নস্যাৎ করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। নেতৃবৃন্দ বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, রাষ্ট্রপতি জিয়াউর রহমানই আধুনিক বাংলাদেশের রূপকার। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের কালজয়ী দর্শনের প্রবক্তা। ৭ নভেম্বরের চেতনাকে বিকৃত বিতর্কিতভাবে উপস্থাপন করছে।

মঙ্গলবার বিকেলে যশোর প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলটি এ আলোচনা সভার আয়োজন করে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দলটির জেলা শাখার সাধারণ সম্পাদক এড. সৈয়দ সাবেরুল হক সাবু, সহসভাপতি প্রফেসর গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির সভাপতি সাবেক পৌরমেয়র মারুফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুন্নবী, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চৃু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম, নগর ছাত্রদলের সভাপতি ফারুক  হোসেন  প্রমুখ। এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুর মন্ডল,  জেলা শ্রমিকদল সভাপতি এসএম মিজান, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ, কৃষকদল নেতা উপাধ্যক্ষ মকবুল হোসেন, মহিলাদলের নেত্রী হাসিনা ইউসুফ, ফেরদৌসী বেগম,  রাশিদা রহমান, জোসনা আলীম, জোবায়দা হক, সুফিয়া বেগম, জেলা যুবদলের সভাপতি এহসানুল হক মুন্না,  বদিউজ্জামান ধনি, নূর ইসলাম বুল্লা, মনিরুজ্জামান মাসুম,  আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল প্রমুখ।