যশোরে যুবক গুলিবিদ্ধ ঘটনায় ৬জনের বিরুদ্ধে মামলা

প্রকাশঃ ২০১৭-১০-১৭ - ১৮:১৭

যশোর : শহরের এম এম বিশ্ববিদ্যালয় কলেজ গেট এলাকায় যুবক গুলিবিদ্ধ ঘটনায় কোতয়ালি থানায় যুবলীগের নেতাসহ ৬জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা হলো, যশোর শহরের রেলগেট কলাবাগান এলাকার ফায়েক শেখের ছেলে রমজান ও সাগর, কাজী তৌহিদের ছেলে রাকিব ওরফে ভাইপো রাকিব, ষষ্ঠিতলা এলাকার আলমাসের ছেলে ও যুবলীগের যশোর শহর শাখার যুগ্ম আহবায়ক মেহেবুব আলম ম্যানসেল, বেজপাড়ার রানার অফিসের সামনে ফারুক হোসেনের ছেলে নয়ন, ষষ্ঠিতলা পাড়ার নিত্যাঘোষের ছেলে শিশির ঘোষ।  রেলগেট এলাকার পশ্চিমপাড়ার বিল্লাল হোসেনের ছেলে গুলিবিদ্ধ সাইদুল বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

দায়েরকৃত এজাহারে বলা হয়েছে, শনিবার রাত ১০টার দিকে সাইদুল পায়ে হেটে এম এম কলেজের দক্ষিণ গেটের সামনে আসছিলেন। এসময়  পিছন থেকে দুটি মটরসাইকেলে আসামিরা এসে তারা পিছন থেকে গুলি করে।  তিনি গুলি ঠেকাতে গেলে তার হাতে ওই গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।

পুলিশ জানিয়েছে, মামলার আসামিরা চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মামলা রয়েছে।