যশোরে যুবলীগের নেতা ‘বন্দুক’ যুদ্ধে নিহত

প্রকাশঃ ২০১৮-০৬-৩০ - ১৩:৪৩

যশোর: ঝিকরগাছা পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ২৭ মামলার আসামি টোকন ওরফে জাহিদ হাসান (৩০) বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। তিনি ঝিকরগাছার ৪নং ওয়ার্ডের মাস্টার আসলামের ছেলে।
ঝিকরগাছার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফকির আজিজুল ইসলাম বলেন, পুলিশ শুক্রবার রাতে যশোর শহর থেকে আটক করে জাহিদ হাসান টোকনকে। তার স্বীকারোক্তি মোতাবেক রাত ১১ টার দিকে ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা এলাকার বাগমারা মাঠে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি করে। পুলিশ গুলিবিদ্ধ সন্ত্রাসী জাহিদকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, মাদক ব্যবসা করে।
পুলিশ কর্মকর্তা ফকির আজিজুল ইসলাম জাহিদ হাসান টোকনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় ২৭টি মামলা রয়েছে। অন্যান্য থানায় রয়েছে কয়েকটি মামলা।
নিহতের পিতা মাস্টার আলী আসলাম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে টোকন বাড়ি থেকে বের হয়। রাত ১১টার দিকে টোকনকে কে বা কারা যশোর শহর থেকে ধরে নিয়ে গেছে। শনিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে তার গুলিবিদ্ধ লাশ দেখতে পাই।
চাচাত ভাই শরিফুল ইসলাম জানান, ঝিকরগাছার আওয়ামীলীগের গ্রুপিং এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।
নিহতের প্রথম স্ত্রী সীমা জানায়, টোকের দ্বিতীয় স্ত্রী তামান্না জাহান তানিয়া পুলিশকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে ।