যশোর জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৭-১১-০৭ - ২৩:১২

রবিউল ইসলাম মিটু, যশোর : জাসদের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম বলেছেন, জেনারেল জিয়াউর রহমান সৈনিক-জনতার উত্থাপিত ১২দফা দাবিকে পাশ কাটিয়ে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের এজেন্ডা বাস্তবায়ন করেন এবং জাতিকে সামরিক শাসনের মধ্যে ঠেলে দেন। তিনি ও তার দল বিএনপি ৭ নভেম্বরের ইতিহাস বিকৃত করে তাদের শাসন আমলে মুক্তিযুদ্ধের সকল অর্জনকে ধ্বংস করেছিলেন। কিন্তু ইতিহাস বিকৃত করে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না।

ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। যশোর জেলা জাসদের উদ্যোগে মঙ্গলবার বিকেলে নেতাজী সুভাষ চন্দ্র বসু রোডস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা জাসদের সহ-সভাপতি আহসানউল্লাহ ময়না। আলোচনা করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, জাসদ নেতা শরীফ মোহাম্মদ আমীন, এড. আবুল কায়েস, শরীফ আহমেদ বাপী, সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান বাবর, নূর ইসলাম প্রমুখ।