যশোর পৌরসভার সচিব মাসুমের বিরুদ্ধে মামলা

প্রকাশঃ ২০১৮-০২-২৪ - ২০:২৪

যশোর: যশোর পৌরসভার সচিব আব্দুল্লাহ আল মাসুমের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানী, চুরি, ভাংচুর ও হত্যার উদ্দেশে মারপিট করে গুরুতর জখমের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শ্রাবণী রায় বাদি হয়ে মামলা করেছেন। মামলা নং ৭৯, তারিখ: ২৩.২.২০১৮

শ্রাবণী রায় তার অভিযোগে উল্লেখ করেছেন, তিনি মাসুমের কাছ চার লাখ টাকা পান। টাকা পরিশোধ না করে তাকে দীর্ঘদিন ধরে ঘোরাচ্ছিলেন মাসুম। এরপর গত ২ ফেব্রুয়ারি সকালে মাসুম তার ঘরে ঢুকে হত্যার উদ্দেশে মারপিট শুরু করে এবং বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। বাধা দেবার চেষ্টা করলে মাসুম কোমর থেকে চাকু বের করে পায়ের হাটুর নিচে আঘাত করে। পরে ঘরে থাকা বিভিন্ন মালামাল ভাঙচুর করে এবং শোকেসের ড্রয়ারে থাকা চার লাখ টাকা লুট করে। তার চিৎকার শুনে পাশের ফ্লাটের লোকজন ছুটে আসলে মাসুম দৌড়ে পালিয়ে যায়।

এদিকে এ মামলার তদন্তভার দেয়া হয়েছে কোতোয়ালী থানার এসআই মানিক চন্দ্র গাইনকে। তিনি জানান, অভিযুক্ত আব্দুল্লাহ আল মাসুমকে আটকের জন্য তার বাসায় কয়েকবার অভিযান চালানো হয়েছে। দ্রুতই তাকে আটক করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ বিষয়ে কথা বলতে পৌরসচিব আব্দুল্লাহ আল মাসুমের মোবাইল ফোনে কয়েক দফা কল করা হলেও তিনি রিসিভ করেননি।