যশোর মহান রুশ বিপ্লবের শতবার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৭-১১-১৮ - ২০:৫৯

রবিউল ইসলাম মিটু, যশোর : ‘পুঁজিবাদী-সা¤্রাজ্যবাদী বিশ্বব্যবস্থার গভীর সংকট এবং রুশ বিপ্লবের মহান শিক্ষা ও বৈপ্লবিক দিকনির্দেশনা’ শীর্ষক সেমিনার শনিবার বিকাল ৩টায় প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়। মহান রুশ বিপ্লবের শততম বার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন তোজাম্মেল হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবির। অতিথি হিসেবে আলোচনা করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সাবেক সভাপতি এম.আর. খায়রুল উমাম ও ঝিকরগাছার শহীদ মসিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ পাভেল চৌধুরী। আলোচনা করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, সাংগঠনিক সম্পাদক বিএম শামীমুল হক, কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অধ্যাপক তাপস বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা সভাপতি আব্দুল হক ও জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় আহ্বায়ক কামরুল হক লিকু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।
সেমিনারের পূর্বে বেলা আড়াই টা থেকে ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের সহযোগিতায় অক্টোবর বিপ্লবর ওপর কিছু প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।