যাবজ্জীবন কারাদণ্ডে কতদিন কারাবাস,রায় যেকোনো দিন

প্রকাশঃ ২০১৯-০৭-১১ - ১৭:৪১

ঢাকা অফিস : ‘যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস’ বলে আপিল বিভাগের মন্তব্য করা সাভারের হত্যা মামলার রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষ হয়েছে। রায় যে কোনো দিন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চ রায়টি অপেক্ষমান রাখেন।

গত ১১ এপ্রিল এ বিষয়ে আইনি মতামত নেওয়ার জন্য চার আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেন আপিল বিভাগ। অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ পাওয়া অ্যাডভোকেট এএফ হাসান আরিফ, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদসহ সবার মতামত শুনেছেন আদালত। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

২০১৭ সালের ১৪ই ফেব্রুয়ারি সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ সাভারের ব্যবসায়ী জামান হত্যা মামলার রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে আদালত যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাসসহ সাত দফা অভিমত দেন। আপিল বিভাগের দেওয়া এই রায়ের বিরুদ্ধে আসামি আতাউর মৃধা পুনর্বিবেচনার আবেদন করেন।