রাবিতে প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশে ছাত্রলীগের ধাক্কা!

প্রকাশঃ ২০১৮-০১-২৪ - ১৬:৩৯

আহমেদ ফরিদ, রাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজিত কর্মসূচিতে ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে।

বুধবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্রগতিশীল ছাত্রজোটের অয়োজিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে শারীরিকভাবে লাঞ্ছিত ও গালিগালাজের অভিযোগ করেছেন ছাত্রজোটের নেতাকর্মীরা।

কর্মসূচিতে লাঞ্ছিত করার অভিযোগ করে প্রগতিশীল ছাত্রজোটের নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকা-, দখলদারিত্ব, হল বাণিজ্য, নির্যাতনের মতো জঘন্যতম সব সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর যদি তাই না হবে তাহলে রাস্তার পাশে সমাবেশে দাঁড়িয়ে থাকা অবস্থায় নেতাকর্মীদের ধাক্কা দিয়ে চলে যেতে পারে না। তাদের মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বাম দলের নেতাকর্মীদের ধাক্কা দিয়ে চলে যায়। আমরা এর বিচারের দাবি জানাচ্ছি।

তারা আরো বলেন, ‘আগে থেকে নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা ইচ্ছাকৃতভাবে আমাদের কর্মসূচির মধ্য দিয়ে মিছিল নিয়ে যায়। এসময় রাস্তা ছেড়ে দাঁড়ালেও তারা আমাদের শারীরিকভাবে লাঞ্ছিত ও নোংরা ভাষায় গালিগালাজ করেন।’

বিপ্লবী ছাত্রমৈত্রীর রাবি শাখার সভাপতি ফিদেল মনিরের সঞ্চালনায় ছাত্রজোটের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের রাবি শাখার সভাপতি লিটন দাস, ছাত্র ইউনিয়নের রাবি সংসদের সভাপতি এএম শাকিল হোসেন, ছাত্রফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সুমন মোড়ল, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তর প্রমুখ।

ধাক্কা দেয়ার অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘নবীনদের শুভেচ্ছা জানিয়ে আমরা স্বাগত মিছিল করেছি। যদি তাদের কর্মসূচি ভ-ুল করতেই চাইতাম তাহলে তাদের ওখান থেকে তাড়িয়ে দিতাম। আমরা মিছিল নিয়ে গেছি তারা রাস্তায় সমাবেশ করছিল, সেখানে শরীরের সঙ্গে শরীরের ধাক্কা লাগতেই পারে।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়ার জন্য ছাত্রলীগ মিছিল করেছে বলে শুনেছি। প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশে ছাত্রলীগ মিছিল নিয়ে গেছে। এতে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের ধাক্কা যদি লেগেও থাকে তা ইচ্ছকৃত নয়। যদি ধাক্কা লেগেও থাকে সেটা আমি ক্ষতিয়ে দেখবো।’