রামপালে ঘূর্নিঘড় আশ্রয় কেন্দ্রের নির্মান কাজের উদ্বোধন

প্রকাশঃ ২০১৮-০৪-১৩ - ২০:১০

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপাল উপজেলার শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয় ঘূর্নিঝড় আশ্রয়ন কেন্দ্র নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। বাগেরহাট-৩ এর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আঃ খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুক্রবার সকাল ৯ টায় এ আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পাল, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্যা আঃ রউফ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রামপাল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু, কৃষকলীগ নেতা শ্যামল সিংহ রায়, ভাইচ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ লুৎফর রহমান, সাবেক প্রধান শিক্ষক আজম হোসেন, রামপাল থানার ওসি লুৎফর রহমান, আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ নাসির উদ্দিন, জেলা পরিষদ সদস্য অসিত বরন কুন্ডু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাহিদ, রামপাল ইউনিয়ন সভাপতি আরাফাত হোসেন কচি, শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নান সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠরে নেতাকর্মীরা।