রামপালে “বাদাবন সংঘের” উদ্যোগে দরিদ্র মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান

প্রকাশঃ ২০১৭-০৭-০৬ - ২০:৪৭

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ রামপালে একটি বে-সরকারী সামাজিক উন্নয়ন সংস্থা ‘বাদাবন সংঘ’এর আয়োজনে দরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় দিগরাজ ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল মোংলা (বাগেরহাট-৩) আসনের সাবেক সাংসদ সদস্য বেগম হাবিবুন নাহার । মোঃ তরিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন রাবিক, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল কুমার রায়, দিগরাজ কলেজের সহঃ অধ্যাপক অসিত সরকার ,উত্তরণ এনজিওর কোঅর্ডিনেটর মামুনুর রশীদ, বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান, প্রোগ্রাম কোঅর্ডিনেটর মিতা রহমান,সহ-সাধারন সম্পাদক সুলতানা রহমান সভায় আরো বক্তব্য রাখেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ইয়াসিন রাবিক, দিগরাজ কলেজের সহঃ অধ্যাপক অসিত সরকার এবং বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান জনাব নিখিল কুমার রায়। এ সময় বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত ৬ জন দরিদ্র মেধাবী ছাত্রীদের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়।