রামপালে যৌতুকের দাবিতে গৃহবধুকে মারপিট

প্রকাশঃ ২০১৭-০৭-০৯ - ২০:৩৯

রামপাল বাগেরহাট, প্রতিনিধিঃ রামপালে যৌতুকের দাবিতে গৃহবধুকে মারপিটের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। গৃহবধু রহিমা বেগম (২৩) বাদী হয়ে স্বামীসহ ৫ জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শনিবার দুপুরে মামলা দায়ের করেন। এজাহার সূত্রে জানা গেছে, মানিকনগর গ্রামের কবির ফকিরের কন্যা রহিমা বেগমকে ৮ বছর পূর্বে বিয়ে করেন সকিব বিল্লাহ (কারারক্ষী)। ঐ সংসারে সুমাইয়া নামের সাড়ে ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। রহিমা অভিযোগ করেন, বিয়েরপর স্বামী সাকিব ২ লক্ষ টাকা যৌতুক দাবি করেন। রহিমার পিতা জামাতাকে দেড় লক্ষ টাকা যৌতুক হিসাবে প্রদান করেন। বাকি ৫০ হাজার টাকা চেয়ে না পেয়ে স্ত্রীকে স্বামী, শ্বশুর, ভাশুর, শাশুড়ী ও ভগ্নিপতি মারপিট করে আহত করে। মামলার আসামীরা হলেন, মানিকনগর গ্রামের খায়ের শেখের পুত্র সাকিব বিল্লাহ (৩২) ও তার ভাই মাসুদ বিল্লাহ (৩৫), মৃত সবুর শেখের পুত্র খায়ের শেখ (৬০), তার স্ত্রী ফাতেমা বেগম (৫০) ও শ্রীফলতলা গ্রামের আলহাজ্ব সাদেম আলী শেখের পুত্র মারুফ শেখ (৪৫)। মামলার পর পরই রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে খায়ের শেখ ও মারুফ শেখকে আটক করেছে। বাকিদের আটকের চেষ্টা চলছে বলে বিষয়টি নিশ্চিত করেন রামপাল থানার ওসি মোঃ বেলায়েত হোসেনে ।