রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভারতীয় শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশঃ ২০২০-০৫-০৪ - ১৭:৩৭

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : ৯ দিনের মজুরী ও মান সম্মত খাবারের ব্যবস্থার দাবী এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় লকডাউনের মধ্যেই ভারতে ফিরে যেতে চেয়ে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়েক’শ শ্রমিক বিক্ষোভ প্রর্দশন করেছে। ওই কেন্দ্রের কাজে নিযুক্ত ভারতীয় শ্রমিকদের মধ্য থেকে প্রায় ৪শ শ্রমিক সোমবার সকাল ৯ টার দিকে এ সকল দাবীতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রাচীরের মুল গেইট থেকে বের হয়ে রাস্তায় চলে আসে। এ সময় তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ৩ কিলোমিটার পথ পায়ে হেটে জিরো পয়েন্টের কাছাকাছি চলে আসার পর স্থানীয় প্রশাসন তাদেরকে কেন্দ্রে ফিরিয়ে নিয়ে যায়। বিকেল সোয়া তিনটার দিকে বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশিদ ও পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় তাদেরকে কেন্দ্রের ভিতরে নিয়ে গিয়ে তাদের মধ্য থেকে ৫ জনসহ সংশ্লিষ্টদের নিয়ে আলোচনায় বসেন। বিকেল সাড়ে ৪টায় বৈঠক শেষ হয়। বৈঠকে শ্রমিকদের বকেয়া ৯ দিনের বেতন পরিশোধ, যে কয়দিন শ্রমিকেরা সেখানে থাকবেন তাদেরকে ভাল খাবার পরিবেশন ও স্বল্প সময়ে তাদেরকে ভারতে যাওয়া সুযোগ করে দেয়ার সিদ্ধান্তে আন্দোলনরত শ্রমিকেরা শান্ত হয়েছেন।
এ বিষয়ে বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, শ্রমিকদের দাবীর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেনে নিয়েছে। ফলে শ্রমিকেরা তাদের ব্র্যাকে ফিরে গিয়েছেন। এছাড়া যারা ভারতে চলে যেতে যান দ্রুত সময়ের মধ্যে তাদেরকে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদেশী রয়েছেন ১৮০২ জন। এরমধ্যে চায়না ২১ জন এবং ১৩৪৪ জন ভারতীয় রয়েছেন।