রায় শুনে আদালতে কাঁদলেন অধ্যক্ষ সিরাজ

প্রকাশঃ ২০১৯-১০-২৪ - ১৫:৪৩

ঢাকা অফিস : মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ রায় ঘোষণা করেন। আদালতের রায়ে নুসরাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় ১৬ আসামিকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নুসরাত হত্যা মামলার প্রধান আসামি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। আদালত আসামিদের মৃত্যুদণ্ডাদেশের সঙ্গে সঙ্গে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা কান্নায় ভেঙে পড়েন। রায় ঘোষণার পর এজলাশে উপস্থিত অন্য আসামিরাও কান্নায় ভেঙে পড়েন। তবে, অধ্যক্ষ সিরাজকে সবচেয়ে বেশি কান্না করতে দেখা যায়।

আদালতে উপস্থিত আসামিরা চিৎকার করে বলতে থাকেন ‘একটা আত্মহত্যাকে হত্যা’ সাজিয়ে আমাদের ফাঁসিয়ে দিয়ে এই আদেশ দেয়া হয়েছে। এ সময়, মামলার অন্য আসামিরা আদালতে চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরে, আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিত শান্ত হয়।