রিফাত হত্যা মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

প্রকাশঃ ২০১৯-০৭-০৮ - ১৫:২৫

ঢাকা অফিস : বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় আরো এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে, তাকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যায় ব্যবহৃত একটি রামদাও উদ্ধার হয়েছে। এই রামদাটি দিয়েই রিফাত ফরাজী প্রকাশ্যে দিবালোকে রিফাত শরীফকে কুপিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সকালে রিফাত ফরাজীকে সঙ্গে নিয়ে বরগুনার সরকারি কলেজ ক্যান্টিনের পূর্ব পাশের ডোবা থেকে রামদাটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ভোর রাত সাড়ে ৪টার দিকে রিফাত শরীফ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আরিয়ান সাবা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বাসা বরগুনার বাজার সড়কে। তার বাবার নাম ইউনুস সোহাগ।

এ নিয়ে মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হলো। প্রধান আসামী নয়ন বন্ড বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। এখন পর্যন্ত এজাহারভূক্ত তিনজনসহ ৬ জন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। বাকি চারজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ।