রূপসায় কৃষকের বাড়িতে গিয়ে বিনামূল্যে বীজ বিতরণ

প্রকাশঃ ২০২০-০৫-০৯ - ১৯:৪২

খুলনা অফিস : রূপসা উপজেলা কৃষি অফিসের আলাইপুর ব্লকের উদ্যোগে বসতবাড়ির আঙিনাসহ পতিত জমিতে শাকসবজি চাষে সহায়তা হিসেবে কৃষকের বাড়িতে গিয়ে বিনামূল্যে বীজ বিতরণের এক কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় ইতিমধ্যে এ ব্লকের আলাইপুর , পুটিমারি ও আনন্দনগর গ্রামের ১৫ জন কৃষক ও কৃষাণীর বাড়িতে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়। আলাইপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবদুর রহমান করোনা ভাইরাসের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে স্ব-উদ্যোগে এসব কৃষক ও কৃষাণীদের বাড়িতে শাকসবজি বীজ পৌঁছে দিচ্ছেন। এসব বীজের মধ্যে লালশাক, ডাঁটাশাক, পুঁইশাক, ঢেঁড়শ, গিমাকলমি ও উচ্ছে উল্লেখযোগ্য। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী প্রতি ইঞ্চি জমির ব্যবহার এবং করোনা পরবর্তী খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে একর্মসূচি নেওয়া হয়েছে। একর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে উৎসাহিত হয়ে এ ব্লকের প্রতিটি কৃষকের বসতবাড়িরসহ পতিত জমি শাকসবজি চাষের আওতায় আসবে। এতে বিভিন্ন পরিবার বাজার থেকে শাকসবজি ক্রয়ের হাত থেকে রক্ষা পাবে এবং বাড়তি সবজি বিক্রয় করে নগদ কিছু অর্থ আয় করতে পারবে। পাশাপাশি পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে। প্রসঙ্গত , উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবদুর রহমানের এ কার্যক্রমকে ‘মডেল’ হিসেবে দেখছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান । তিনি বলেন, উপজেলার ১৫টি ব্লকের মধ্যে একমাত্র তিনিই নিজ উদ্যোগে বিনামূল্যে বীজ বিতরণ করছেন। যদিও অন্য ব্লকগুলোতে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পতিত জমি চাষে উৎসাহ দিচ্ছেন, সচেতন করছেন। যাতে করোনা পরবর্তী সময়ে খাদ্যের সংকট না হয়।