রূপসায় কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব

প্রকাশঃ ২০২০-০৯-২৫ - ১৫:২৬

খুলনা অফিস : কৃষি মন্ত্রণালয়ের উপসচিব জনাব মশিউর রহমান আজ ২৪ সেপ্টেম্বর বিকেল ৪.০০ টায় রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া ব্লকে প্রণোদনার আওতায় স্থাপিত সবজি পুষ্টি বাগান,ধান,গম ও পাট বীজ উৎপাদন প্রকল্পের এসএমই’র রোপা আমন ধানের বীজ উৎপাদন প্রদর্শনী (জাতঃ ব্রিধান-৮৭) ও জিকেবিএসপি প্রকল্পের বারি হলুদ -৪ ও ব্রিধান-৮৭ প্রদর্শনীপরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্পসারণ অধিদপ্তর, খামারবাড়ি,খুলনা এর উপপরিচালক জনাব মোঃ হাফিজুর রহমান, রূপসা উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ ফরিদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব শেখ সাখাওয়াত হোসেন, এসএপিপিও মমতাজ উদ্দিন মোল্যা, সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা করুনা কান্ত সরকার , প্রদর্শনী চাষি মোক্তার হোসেন,লোকমান হাকিম, হাসিবুর রহমান ও ইদ্রিস গোলদারসহ এলাকার ১০\১৫ জন কৃষক। প্রদর্শনীর সার্বিক অবস্থা ও মাঠ কার্যক্রম পরিদর্শনপূর্বক কর্মকর্তাগণ সন্তোষ প্রকাশ করেন।