রোহিঙ্গাদের উপর হামলার প্রতিবাদে ফুলতলায় ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

প্রকাশঃ ২০১৭-০৯-১৩ - ১৮:৪০

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর হামলা, নির্যাতন, ধর্ষণ ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে বুধবার বিকালে খুলনা-যশোর মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। ওয়ার্কার্স পার্টি থানা সম্পাদক গাজী নওশের আলীর সভাপতিতত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ আলহাজ¦ আনোয়ারুজ্জামান মোল্যা। প্রভাষক গৌতম কুন্ডুর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রফেসর অচিন্ত কুমার ভৌমিক, ওয়ার্কার্স পার্টি জেলা নেতা মফিদুল ইসলাম, মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম সবুজ, প্রভাষক রেজোয়ান রাজা, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, শিক্ষক সন্দিপন রায়, রেজোয়ান আলী খান, আব্দুল লতিফ মহলদার, মোঃ সাত্তার মোল্যা, আঃ হামিদ মোড়ল, ইষ্টার্ণ জুট মিলস সিবিএ সভাপতি আলাউদ্দিন মিয়া, ইউপি সদস্য আঃ রহমান, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, আঃ মজিদ মোল্যা, প্রভাষক জাহাঙ্গীর আলম, হারেজ আলী, হাবিবুর রহমান, অলিপ বিশ্বাস, শাহাবুদ্দিন বিশ্বাস, বাবুল আক্তার, মোঃ জামাল হোসেন, মঈন উদ্দিন ময়না, নাজমুল রাজীব, রোকেয়া বেগম, এনামুল হোসেন লাভলু, সীতা রানী রায়, বিলাস অধিকারী প্রমুখ। মানববন্ধনে নেতৃবৃন্দ অবিলম্বে রোহিঙ্গাদের উপর নির্যাতন ও গণহত্যা বন্ধের আহবান জানান।