রোহিঙ্গারা পরিবেশের বিষয়ে সচেতন না হওয়ায় প্রধানমন্ত্রীর উদ্বেগ

প্রকাশঃ ২০১৯-০৬-২০ - ১৪:৫৯

ঢাকা অফিস : রোহিঙ্গা আশ্রিত এলাকায় পরিবেশের ব্যাপক ক্ষতি এবং রোহিঙ্গারা পরিবেশ ও বন রক্ষায় সচেতন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে, মানবিক কারণে তাদের আশ্রয় দেয়া হলেও কক্সবাজারে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার সকালে, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় কর্মস্থল ও বাড়িতে প্রত্যেককে তিনটি করে গাছ লাগাতে ও গাছের পরিচর্যা করার আহ্বান জানান শেখ হাসিনা।

তিনি আরো বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে শত বছরের ডেল্টা প্ল্যান বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও কর্ম পরিকল্পনার অংশ হিসেবেই ১৪৫টি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।’

পরিবেশ সুরক্ষায় জলাধার সংরক্ষণে জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আর কোনো বক্স কালভার্ট নির্মাণ করা হবে না, সব খাল উন্মুক্ত রাখতে হবে। এ সময়, সুন্দরবন রক্ষায় গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।