লামায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

প্রকাশঃ ২০১৭-০৮-০৯ - ২০:৫৮

জয় মারমা,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ “আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার” এই শ্লোগানে বান্দরবান লামায় নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস’১৭ পালিত হয়েছে।
বুধবার সকালে দিবসটি উপলক্ষে’আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষনা বাস্তবায়ন চাই, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী না আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি চাই, আমার পরিচয় আত্মসম্মান নিয়ে বেচে থাকতে চাই, আমাকে ভূমি অধিকার দাও এ ম্লোগান সম্বলিত ফেস্টুন, ব্যানারে সজ্জিত হয়ে এক বর্ণাঢ্য র‌্যালি লামা পালিটুল ছাত্রাবাস থেকে শুরু হয়ে লামা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন বয়সের আদিবাসী নারী-পুরুষ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে দিবসটি উপলক্ষ্যে পালিটুল প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বলা সাড়ে ১১টায় লামা উদ্যাপন কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান চাহ্লাখাইন মার্মার সভাপতিত্বে এ সময়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি কেন্দ্রীয় কার্যকরী সদস্য বীরমুক্তিযোদ্ধা কমরেড হাজি বশিরুল আলম। এতে বক্তব্যদেন, ওয়ার্কস পাটির বান্দরবান সমন্বয়ক কমরেড আবুল কালাম, জনসংহতি সমিতির সভাপতি অংগ্যা মার্মা, ¤্রাে যুব ফোরাম নেতা চংপাত ¤্রাে, ত্রিপুরা কল্যান সংসদের সভাপতি ইলিশ্যা ত্রিপুরা, ত্রিপুরা ষ্টেুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক বিরেন্দ্র ত্রিপুরা, পিসিপি মাতামুহুরী কলেজ শাখার সভাপতি সত্যপ্রিয় চাকমা প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা সরকারকে পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তির ধারাসমুহ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ পার্বত্য জেলায় অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করতে সরকারের প্রতি আহবান জানান।