শতাব্দির সেরা বেকুব

প্রকাশঃ ২০১৭-১০-২৪ - ২৩:৫৭

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি নদীতে সাতার কাটার একটি ছবি ফেসবুকে পোস্ট করার পর চার ব্যক্তিকে শতাব্দির সেরা বেকুব হিসেবে আখ্যা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর কারণ হিসেবে কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নদীতে কুমিরের আনাগোনা বেশি। আর ওই লোকগুলো নদীতে কুমির ধরার ফাঁদের ভেতরেও প্রবেশ করেছিল, যাতে তাদের মৃত্যুর আশংকা ছিল অনেক বেশি। কুইন্সল্যান্ডের পরিবেশ বিভাগ ওই লোকদের এই কাজকে ‘কান্ডজ্ঞানহীন’  বলে মন্তব্য করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, কুমির ধরার ওই ফাঁদটি সাত মিটার লম্বা এবং এক টনেরও বেশি এর ওজন। প্রতি বছর এই অঞ্চলে গড়ে দুইজন করে কুমিরের পেটে যায়।