‘শপথ না নিলে ভোট দেবে না জনগণ’

প্রকাশঃ ২০১৯-০৪-২৬ - ১৯:৪৭

ঢাকা অফিস : বিএনপি’র নির্বাচিত সংসদ সদস্যরা শপথ না নিলে আর কখনোই ভোট দেবে না এলাকার জনগণ। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। শুক্রবার দুপুরে, বঙ্গবন্ধু এভিনিউতে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘শপথ না নিলে এলাকার জনগণের কাছে জনপ্রিয়তা হারাবেন বিএনপি নেতরা। আর কখনোই জনগণ ভোট দেবে না তাদের। বিএনপির একজন গতকাল শপথ নিয়েছেন। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ৩০শে এপ্রিলের মধ্যে আপনারা শপথ নেবেন বলে আশা করি।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনি কথায় কথায় গণতন্ত্রের কথা বলেন, কিন্তু যে জনগণ আপনাকে ভোট দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা দেখাতে পারছেন না। সেই জনগণ থেকে সফলতা নিয়ে তাদের আপনি অবজ্ঞা করছেন। আপনারা যদি ভেবে থাকেন শপথ না নিয়েই এভাবেই আপনারা দায়িত্ব পালন করবেন তাহলে এটি ভুল হবে।’

শ্রীলঙ্কায় বোমা হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘ধর্মের নামে উগ্র মৌলবাদী হামলাকারীরা সমাজ ও মানবতার শত্রু। এদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থার মাধ্যমে সমাজ থেকে তাদের মুলোৎপাটন করতে হবে। এদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ দেশের প্রথম সন্ত্রাস শুরু হয়েছে ১৫ই আগস্ট জাতির পিতাকে হত্যার করা মধ্য দিয়ে। এটি সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল। জাতির পিতাকে হত্যার মাধ্যমে এদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হয়েছিল।’