শরণখোলায় ৯ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

প্রকাশঃ ২০২০-১০-১১ - ১৫:২১

শরণেখোলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলার উত্তর রাজাপুর গ্রাম থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে। শনিবার দুপুর দুইটার দিকে পুর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ২৫নম্বর কম্পার্টমেন্টের বনে সাপটি অবমুক্ত করা হয়।
ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) মো. ফরিদুল ইসলাম জানান, শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের বনসংলগ্ন উত্তর রাজাপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী ইদ্রিস হাওলাদারের পুকুরে সাপটি দুইদিন ধরে অবস্থান করছিলো। ওই গৃহস্থের একটি হাঁসও খেয়েছে অজগরটি। এই খবর পেয়ে সকাল ১১টার দিকে নাংলী ফরেস্ট ক্যাম্পের অধীন বনব্যবস্থাপনা কমিটি কমিউনিটি প্যাট্রেলিং গ্রুপের (সিপিজি) দলনেতা লুৎফর রহমানসহ এলাবাসী জাল দিয়ে সাপটি ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করেন। অজগরটি লম্বায় ৯ফুট এবং ওজন প্রায় ১০কেজি বলে জানান এসও ফরিদুল।
অজগরটি অবমুক্তকালে পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন ও চাঁদপাই রেঞ্জের এসিএফ এনামুল হক উপস্থিত ছিলেন।