শিক্ষক পেটানো ইউপি চেয়ারম্যানের বহিস্কার চেয়ে মানববন্ধন

প্রকাশঃ ২০১৯-০৯-১৫ - ১৯:২২

গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষক পেটানো কান্দি ইউনিয়নের সেই ইউপি চেয়ারম্যানের বহিস্কার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বেলা ১ টায় কান্দি কোটালীপাড়া সড়কে ধারা বাসাইল বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে ওই ইউনিয়নের ৯ ইউপি সদস্যসহ এলাকাবাসী।
মানববন্ধন কর্মসূচি পালনকালে কান্দি ইউনিয়নের ওই চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ এর বিভিন্ন দূর্নীতি উল্লেক্ষ করে ওই ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরাসহ সাধারন জনতা বক্তব্য রাখেন।
ইউপি সদস্যরা তাদের বক্তব্যে বলেন, সরকার যদি চেয়ারম্যানকে বহিস্কার না করে তাহলে তারা ৯ জন সদস্য গনপদত্যাগ করবেন।এর আগে গত বৃহস্পতিবার চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ এর বিরুদ্ধে অনাস্তা প্রস্তাব এনে গোপালগঞ্জ জেলা প্রশাসক, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকতাসহ বিভিন্ন দপ্তরে এর লিখিত কপি দেন ওই ইউনিয়নের ৯ জন সদস্য। লিখিত অভিযোগে কান্দি ইউনিয়ন পরিষদের ওই ৯ সদস্য তাদের চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষক পেটানো, অর্থ আত্মসাৎ, সাম্প্রদায়িক ইস্যু সৃষ্টি, পরিষদের সদস্য ও জনগনের সাথে অসৌজন্য মূলক আচরণসহ ১৫টি অভিযোগ দায়ের করেন।