শিক্ষার্থীদের সততা ও নৈতিকতার সাথে গড়ে তুলতে পারলেই দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব -উপ-পরিচালক দুদক

প্রকাশঃ ২০১৮-০৮-১২ - ১৯:১০

ফুলতলা প্রতিনিধি:দুর্নীতি দমন কমিশন খুলনার উপ-পরিচালক মোঃ আবুল হোসেন বলেছেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের কর্ণধর। এই শিক্ষার্থীদেরকেই সততা ও নৈতিকতার সাথে গড়ে তুলতে পারলে দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব।

রোববার বেলা ১১টায় ফুলতলার আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে “সততা ষ্টোর” উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কমিটির সদস্য সচিব মুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান জমাদ্দার, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন। শিক্ষক বাসুদেব শীলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক শ্যামপদ মন্ডল, রেবা চক্রবর্তী, জয়ন্তিলতা গাইন, শেখ সিরাজুল ইসলাম, মোঃ ইয়াছিন মোল্যা, জোবায়দা খানম, বিজয়কৃষ্ণ হালদার, আছরা খাতুন, জয়দেব বিশ্বাস, লাল্টু পাল প্রমুখ। পরে প্রধান অতিথি ফিতা কেটে সততা ষ্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।