শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য : এমপি বাবু

প্রকাশঃ ২০২১-০২-১২ - ১৬:৩৩

পাইকগাছা প্রতিনিধি : খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার মান বাড়বে শিক্ষকদের গুণে। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষকেরা জাতির বিবেক। বুধবার (দুপুর ২টায় পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর কলেজের পরিচালনা পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালিনগর কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে এবং কলেজের অধ্যক্ষ দিবাকর মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দেলুটি আ’লীগের সভাপতি নির্মল চন্দ্র মন্ডল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান ও কালিনগর কলেজের প্রতিষ্ঠাতা সমরেশ হালদার, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, আ’লীগ নেতা প্রভাষক মঈনুল ইসলাম, আবুল হোসেন গাজী, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, কেডি বাবু, দিজেন্দ্রনাথ মন্ডল, বিদ্যুৎ কুমার বিশ্বাস, রাম টিকাদার, অঞ্জন মন্ডল, মিনা রানী, দীপ্তি রানী, মশিউর রহমান, নাজমা কামাল, আব্দুল্লাহ আল মামুন, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, মাজহারুল ইসলাম মিথুন, মাসুদ, অহিদুর, রাকিব হোসেন প্রমুখ।