শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া কোন জাতির উন্নয়ন সম্ভব নয় -নারায়ণ চন্দ্র চন্দ এমপি

প্রকাশঃ ২০১৯-১১-০২ - ১৯:৫০

ফুলতলা অফিসঃ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। বর্তমান সরকার বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থায় নানা মুখি পদক্ষেপ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি এবং ডিজিটাল হাজিরার পদ্ধতি চালু, শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন, শিক্ষার্থীর হাতে বছরের প্রথমে নতুন বই তুলে দেয়া হচ্ছে।
শনিবার সকাল ৯টায় ফুলতলার উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও রুলী বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) উজ্জ্বল দত্ত, শিক্ষা অফিসার আশিষ নন্দী, আওয়ামীলীগ নেতা মৃনাল হাজরা, ইউআরসি কর্মকর্তা রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চায়না রানী দত্ত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, মোঃ আসাদুজ্জামান, প্রধান শিক্ষক প্রদীপ কুমার কুন্ডু, নাসরিন সুলতানা, রহিমা মোস্তফা, আলম সরদার, প্রথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুরাদুল ইসলাম, শিহাব উদ্দিন ওমর প্রমুখ।