শেখ কামালের জন্মদিন উপলক্ষে সিটি কলেজের দোয়া ও মিলাদ মাহফিল

প্রকাশঃ ২০১৭-০৮-০৫ - ২২:৪৭

খুলনা অফিসঃ খুলনা মহানগর ছাত্রলীগের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রলীগের আয়োজনে গতকাল বাদ জোহর সিটি কলেজ জামে মসজিদে শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলন ামহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। “আসাদুজ্জামান রাসেল তার সংক্ষিপ্ত আলোচনায় বলেন, জাতির পিতার জ্যেষ্ঠপুত্র হিসেবে শেখ কামাল ছিলেন একজন নিরহংকারী ও সদালপী। সাথে সাথে তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক ছিলেন। তার হাত ধরে জনপ্রিয় ক্রীড়া সংগঠন আবহানী ক্লাব প্রতিষ্ঠা হয়।” এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কলেজর উপ-অধ্যক্ষ সরদার মনিরুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ওহিদুর ইসলাম, শিক্ষক ওহিদুজ্জামান, মোঃ আব্দুল্লাহ, আব্দুর রশিদ, নিয়ামত এলাহী। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর সহ সভপতি রেজাউল করিম সবুজ, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান ইমরান, দপ্তর সম্পাদক শাহীন আলম, সাংস্কৃতিক সম্পাদক আহনাফ অর্পন, শরিফুল ইসলাম বাবু, মেহেদী হাসান সুজন, আব্দুস সালাম, বোরহান উদ্দীন সজিব, মাহমুদুল ইসলাম সুজন, সাব্বির আহমেদ, সিটি কলেজ ছাত্রলীগ নেতা শেখ ইসতিয়াক আহমেদ জয়, সুমন হাওলাদার, রাকিব আহমেদ রাব্বি, আরাফাত হোসেন, মঞ্জুরুল ইমাম, সজিব দে, তুষার আহমেদ, মোঃ সৌরভ হাওলাদার, রাতুল হাওরাদার, আনজুমবিন জাকির, নিয়াজ মাহমুদ, মোঃ তাজউদ্দীন তুষার, বাধন রায়, মেখ রায়হান, মারুফ হাসান, কাজী রনাকুল ইসলাম, শেখ সজল, হাসান শেখ প্রমুখ।