শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন শিল্প বিপ্লব চলছে-শ ম রেজাউল করিম মন্ত্রী

প্রকাশঃ ২০১৯-১০-১১ - ২১:৩৭

তাপস কুমার বশ্বিাস, ফুলতলা অফিসঃ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আওয়ামীলীগ সরকারের দক্ষ পরিচালনায় দেশে শিল্প কলকারখানা বেড়ে চলেছে। বেকারদের কর্মসংস্থানসহ অর্থনৈতিক চাকা এখন সচল। শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিল্প বিল্পব চলছে। সুদ্ধি অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে গণপূর্ত মন্ত্রনালয় অন্ততঃ ৯০ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। দুর্নীতি, সন্ত্রাস,
চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী যে দলেরই হোক তাদেরকে কোন প্রশ্রয় দেয়া হবে না। শুক্রবার বিকেলে খুলনার ফুলতলা উপজেলার শিরোমনি এলাকায় ওয়েভ জুট টেক্সটাইল মিলস্ লিমিটেড এর নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান সরদার আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ রাশিদুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ লোকমান হোসেন, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু, কেডিএ চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আব্দুল মকিম সরকার। উদ্বোধনী বক্তৃতা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালনা সরদার আল মামুন। হাফেজ আহম্মদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহসভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ আনিছুর রহমান, খালিশপুর থানা সভাপতি মনিরুল ইসলাম বাশার, মুন্সী মনিরুজ্জামান প্রমুখ। পরে প্রধান অতিথি মিলের নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।