সকলের উচিত সরকারের ধারাবাহিকতা ধরে রাখা : মৎস্য প্রতিমন্ত্রী

প্রকাশঃ ২০১৭-১১-২৬ - ১৬:২৬

ডুমুরিয়া (খুলনা) : বর্তমান সময়ে আমাদের সকলের উচিত সরকারের ধারাবাহিকতা ধরে রাখা। দেশের প্রতিটি মানুষই যেন সম্পদে পরিনত হয় আমাদের এ লক্ষ্যে কাজ করতে হবে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভুমিকা রাখতে হবে শিক্ষকদের। আপনারা মানুষ গড়ার করিগর। আজ যারা অবসরে আছেন তারা কখনও বসে থাকবেন না। কারণ শিক্ষকতা হল এমনি একটা পেশা যার কোন অবসর নেই। এই পেশায় যুক্ত সকলকেই আমৃত্যু পর্যন্ত জ্ঞানের আলো বিলিয়ে যেতে হবে। রোববার দুপুরে ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীবৃন্দের কল্যাণ ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি মৎস্য ও প্রানীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি এ কথা বলেন। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন ছিল সুশিক্ষায় শিক্ষিত একটি জাতি গড়ে তোলা। আজ তারই সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। এখন আপনাদের উচিত সরকারি নিয়ন-নীতি মেনে শিক্ষাদান করা। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস কমলমতি শিশুদের সম্মুখে তুলে ধরতে হবে। সৃজনশীল ও মাল্টি মিডিয়া প্রযুক্তি কাজে লাগিয়ে উন্নত দেশের ন্যায় আমাদের শিক্ষার্থীদেরও সেই ভাবে গড়ে তুলতে হবে। নোট-গাইড, কোচিং বানিজ্য পরিহার করবেন। ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক সরদার আরজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রফেসর টি এম জাকির হোসেন, পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চল। এ সময় আরও বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, সংগঠনের সাধারন সম্পাদক শিক্ষক আশুতোষ সরকার, শিক্ষক আইয়ুব হুসাইন, অনুদ্যুতি মন্ডল, গৌতম কুমার মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক দিনবন্ধু বালা ও মনি মোহন বৈরাগী প্রমুখ। অনুষ্টানে উপজেলার ৩৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে মোট ১৬ লাখ ৫০ হাজার ৩’শ টাকা প্রদান করা হয়।