সম্রাট ও আরমানের রিমান্ড মঞ্জুর

প্রকাশঃ ২০১৯-১০-১৫ - ১৪:৪৬
ঢাকা অফিস : অস্ত্র ও মাদক মামলায় ঢাকা দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের পাঁচদিন করে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও, মাদক মামলায় আরমানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার, দুপুর ১২টার কিছু আগে যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাট ও তার সহযোগী আরমানকে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে নেয়া হয়। অস্ত্র ও মাদক মামলায় শুনানির শেষে আদালতে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, সকাল থেকেই তার মুক্তির দাবিতে কর্মী ও সমর্থকরা আদালত চত্বরে ভিড় জমিয়েছেন। পুলিশ মূল গেটের সামনে থেকে তাদের সরিয়ে দিতে চাইলেও বিক্ষোভ জানিয়ে তারা সেখানেই অবস্থান করছেন। পুলিশ জানিয়েছে, নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

গত ৭ই অক্টোবর, সম্রাটের বিরুদ্ধে রমনা মডেল থানায় র‌্যাব-১ মামলা করে। এর আগে, ৫ই অক্টোবর গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থকে সম্রাটকে আটক করা হয়। তার সঙ্গে আটক হন যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি এনামুল হক আরমানও।