সরকারি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশঃ ২০১৯-০৩-১২ - ২১:৩১

ঢাকা অফিস : সরকারি হাসপাতালেই চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখার নিদের্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে, রাজধানীর শের-ই-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এমন নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে ২ হাজার ৬৫০ কোটি ৭৫ লাখ টাকার ছয়টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে নীলফামারী-ডোমার ও ফুলবাড়ী-পার্বতীপুর সড়ক যথাযথ মানে উন্নীতকরণ, শরীয়তপুর-ইব্রাহীমপুর ও বরিশাল থেকে ভোলা হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প। সড়ক পরিবহণ বিভাগের এ তিন প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪২২ কোটি টাকা।

এছাড়াও রাজধানীতে ৩শ’ ৭৯ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মচারি হাসপাতাল ৫শ’ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের অনুমোদন দেয় একনেক। এ সময়, প্রধানমন্ত্রী হাসপাতালের নকশা আরও মানবিক ও দৃষ্টি নন্দন করার নিদের্শ দেন। সেইসঙ্গে বর্জ্য ব্যবস্থাপনায় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা ইটিপি নির্মাণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে, সরকারি চিকিৎসকরা যাতে হাসপাতালেই প্রাইভেট প্রাকটিস করতে পারেন, সে ব্যবস্থা রাখারও অনুশাসন দেন শেখ হাসিনা।

এছাড়া একনেকে ৭শ’ ২২ কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা নকশী পল্লী নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। জামালপুরে ৩শ’ একর জমির ওপর নির্মাণ হবে নকশীপল্লী।

বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ  মান্নান জানান, ‘ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এডিপি বাস্তবায়নের হার ৩৯ দশমিক ১৩ শতাংশ।