সাউথ ওয়েষ্ট ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন সোসাইটির সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৮-০১-১৪ - ১৮:৩৬

বিজ্ঞপ্তি : ১৩ জানুয়ারি সাউথ ওয়েষ্ট ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন সোসাইটির বার্ষিক সাধারণ সভা সোসাইটির ঢাকাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্ঠা ও সাউথ ওয়েষ্ট ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন সোসাইটি ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনিতিবিদ ড. মসিউর রহমান।
সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মিসেস রওশন রহমান, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা’র উপাচার্য, খ্যাতিমান শিক্ষাবিদ প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ, এএফসি হেলথ্ লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর এস. এম সাইফুর রহমান, সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিঃ এর চেয়ারম্যান এস. এম আমজাদ হোসেন, ডিরেক্টর মোঃ আমজাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ সাইফুল ইসলাম ও মুন্সী আতাউল আনিস।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জনগণের কল্যাণের জন্য সাউথ ওয়েষ্ট ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি সমাজের উন্নয়ন কল্পে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
সভায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও চেতনা লালন এবং সমাজ উন্নয়নে বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা হয়। এছাড়াও এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা গৃহীত হয়। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় চুকনগর বধ্যভূমির উন্নয়ন কর্মকান্ড নিয়েও আলোচনা হয়।