সাগরদাঁড়ী মধুপল্লীর দর্শনার্থীরা মানছে না স্বাস্থ্যবিধি

প্রকাশঃ ২০২০-১১-২১ - ১৯:৪০

রাজীব চৌধুরী, কেশবপুর : যশোরের কেশবপুরে মহাকবি মাইকেল মধূসুদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়ীতে গড়ে উঠেছে প্রত্নস্তল ও জাদুঘর।করোনা ভাইরাসের কারনে এই প্রত্নস্থল ও জাদুঘর বন্ধ ছিল।কিন্তু সম্প্রতি এটি দর্শনার্থীদের জন্য কিছু শর্তসাপেক্ষে খুলে দেওয়া হয়েছে।কোভিড-১৯ মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হলেও সাগরদাঁড়ী মধুপল্লীর প্রত্নস্থল ও জাদুঘরে প্রবেশের ক্ষেত্রে মাস্ক পরিধান করাসহ নানাবিধ সচেতনতামূলক নির্দেশনার লিফলেট প্রবেশ পথে লাগানো থাকলেও সেই নির্দেশনা মানছে না বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীরা। ইতিমধ্যে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে এমনকি কেশবপুরেও মাস্ক পরিধান করা নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। বর্তমানে করোনার দ্বিতীয় ধাপ এসেছে বলা হলেও করোনাকালীন সতর্কতা অবলম্বন করছে না প্রত্নস্হল সাগরদাঁড়ী মধুপল্লীর দর্শনার্থীরা। এ বিষয়ে সাগরদাঁড়ী মধুপল্লীর কর্তব্যরত কাষ্টোডিয়ান মোঃ যায়েদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন প্রবেশ গেটে মাস্কব্যতীত প্রবেশ নিষেধ উল্লেখ থাকলেও দর্শনার্থীরা মাস্ক পরে ভিতরে প্রবেশ করে পরবর্তীতে মাস্ক খুলে ফেলছেন।দর্শনার্থীদের মাস্কপরিধান সহ স্বাস্থ্য বিভাগের জারীকৃত স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান তিনি।