সাধারণ ছুটির সময় যা যা চলবে: প্রধানমন্ত্রীর দপ্তরের পরিপত্র

প্রকাশঃ ২০২০-০৪-০৯ - ১৮:৪৯
ঢাকা অফিস : সরকার ঘোষিত সাধারণ ছুটি চলাকালে সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা সড়কে চলাচল করতে পারবে।

করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলাকালে পানি, বিদ্যুৎ, গ্যাস ও ফায়ার সার্ভিসসহ সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা সড়কে চলাচল করতে পারবে।

এছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবার সাথে যুক্ত যানবাহন ও কর্মীরাও এর আওতায় আসবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক পরিপত্রে এসব জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চিকিৎসা সেবায় নিয়োজিত ও ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী সড়কে চলাচল করতে পারবে। একইসাথে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী, খাদ্যদ্রব্য, দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য এবং পশু খাদ্য পরিবহনকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরাও এর আওতায় থাকবে। এছাড়া, কৃষিপণ্য, সার, কীটনাশক,জ্বালানী পরিবহনকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এবং কৃষিজ পণ্য উৎপাদন, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের উৎপাদন, খাদ্যদ্রব্য উৎপাদনসহ জীবনধারনের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা সড়কে চলাচল করতে পারবে।