সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল হোসেনের মাতা’র দাফন

প্রকাশঃ ২০২০-০২-১২ - ১৮:২৩

দাকোপ প্রতিনিধি : এলাকার হাজারো মুসল্লী ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেনের মাতা মরহুমা মাজেদা খাতুন (৯৮) এর নামাজে জানাজা ও দাফন হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় চালনা আরশাদ আলী এমিত খানা জামে মসজিদের পাশে চীরনিদ্রায় তাঁকে দাফন করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ, দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, জেলানেতা জোবায়ের রহমান জবা, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, এবিএম রুহুল আমীন, চেয়ারম্যান মাসুম আলী ফকির, গাজী রবিউল ইসলাম, শিকদার মনিরুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য কে এম কবীর হোসেন, শেখ যুবরাজ, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ গোলাম হোসেন, মীর্জা সাইফুল ইসলাম টুটুল, শেখ ছাব্বির আহম্মেদ, জেলা যুবলীগনেতা জামিল খান, এস এম ফরিদ রানা, সাইফুল ইসলাম, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্যা, চালনা পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূঁইয়া, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, চালনা পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম মামুনুর রশিদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জি এম রেজা, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল গফুর সানা, পৌর কাউন্সিলর রোস্তম আলী খান, পৌর কাউন্সিলর আইয়ুব আলী কাজী, সাংবাদিক শেখ মোজাফ্ফার হোসেন, উপজেলা যুবলীগনেতা জাহিদুর রহমান মিল্টন, আরাফাত আজাদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ আলামিন হোসেন, ফয়সাল শরীফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজগর হোসেন বাপ্পি, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি গাজী রবিউল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল কাজী।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী, খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ননী গোপাল মন্ডল, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক নেতা অসিত বরণ বিশ্বাস, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগ সদস্য জয়ন্তী রানী সরদার, ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, সমরেশ চন্দ্র ঘরামী, সত্যেন্দ্র নাথ রায়, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, অধ্যাপক দুলাল রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, জ্যোতি শংকর রায়, জেলা যুবলীগনেতা বিধান চন্দ্র রায়, জেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক তাপস জোয়াদ্দার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক অমারেশ ঢালী, রতন কুমার মন্ডল, সাধারণ সম্পাদক রাহুল রায় প্রমুখ।