সারাদেশে নৌযান চলাচল বন্ধ

প্রকাশঃ ২০১৯-০৭-২৪ - ১২:১৭

ঢাকা অফিস : নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজী, ডাকাতি বন্ধসহ ১১ দফা দাবিতে মধ্যরাত থেকে সারাদেশে সব ধরণের নৌযান চলাচল বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম পটল জানান, এর আগে গত ১৫ই এপ্রিল থেকে একই দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকেরা কর্মবিরতি পালন করে।

তিনি বলেন, ‘১৭ই এপ্রিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীসহ নৌযান মালিক পক্ষ ও শ্রমিক নেতাদের মধ্যে বৈঠকে নেয়া সিদ্ধান্ত নির্দিষ্ট সময় পার হলেও বাস্তবায়ন হয়নি। ফলে বাধ্য হয়ে আবারো এ কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

এদিকে নৌযান শ্রমিকদের এ কর্মবিরতিতে মোংলা বন্দরে অবস্থান করা সব বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজ বন্ধ রয়েছে।